• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মার্কিন ড্রোনে খতম পাক-তালিবানের দ্বিতীয় প্রধান খালিদ

দিল্লি- মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন পাকিস্তানি তালিবানের মুখ্য উপনেতা, দলের দ্বিতীয় প্রধান খালেদ মাসুদ ওরফে কম্যান্ডার সাজনা। সোমবার পাক তালিবানের তরফে খালিদ মাসুদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। গত সপ্তাহেই নিহত হয়েছেন মাসুদ। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুখপাত্র খালিদ মাসুদের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, মাসুদের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে মুফতি নূর ওয়ালিকে।Advertisement অন্যদিকে অবশেষে

মার্কিন ড্রোনে খতম পাক-তালিবানের দ্বিতীয় প্রধান খালিদ

দিল্লি- মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন পাকিস্তানি তালিবানের মুখ্য উপনেতা, দলের দ্বিতীয় প্রধান খালেদ মাসুদ ওরফে কম্যান্ডার সাজনা। সোমবার পাক তালিবানের তরফে খালিদ মাসুদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

গত সপ্তাহেই নিহত হয়েছেন মাসুদ। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুখপাত্র খালিদ মাসুদের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, মাসুদের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে মুফতি নূর ওয়ালিকে।

Advertisement

অন্যদিকে অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হাফিজ সঈদকে সন্ত্রাসবাদী ঘোষণা করতে বাধ্য হল পাকিস্তান। জামাত উদ দাওয়া প্রধান তথা মুম্বইয়ে ২৬-১১ ঘটনার মূল চক্রী হাফিজ সঈদকে সন্ত্রাসবাদী তকমা দিল পাকিস্তান সরকার।

Advertisement

রাষ্ট্রসঙ্ঘে নিষিদ্ধ তকমা পাওয়া ব্যক্তি, জামাত উদ দোয়া, লস্কর এ তৈবা, আল কায়েদা, তালিবানের মত সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিয়ে অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হুসেন।

Advertisement