• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাপানের ইওয়াতে উপকূলে তীব্র ভূমিকম্পে সুনামি সতর্কতা

আতঙ্কে উপকূলবাসী

প্রতিনিধিত্বমূলক চিত্র

জাপানের ইওয়াতে উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পের জেরে জারি হল সুনামি সতর্কতা। রবিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু পরে হঠাৎ কেঁপে ওঠে উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল। ভূতত্ত্ববিদদের হিসাবে কম্পনের মাত্রা ছিল ৬.৭। ভূমির মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ফলে উপকূল এলাকায় তীব্র কম্পন অনুভব করেন স্থানীয় বাসিন্দারা।

ভূমিকম্পের পরই আবহাওয়া দপ্তর উপকূলজুড়ে সুনামির আশঙ্কা প্রকাশ করে। সতর্কবার্তায় জানানো হয়, উপকূলীয় অঞ্চলে প্রায় এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন তৎক্ষণাৎ উপকূলবাসীকে উঁচু জায়গায় সরে যেতে নির্দেশ দেয়। ইওয়াতের ওফুনাতো ও কুজি বন্দর এলাকায় প্রায় কুড়ি সেন্টিমিটার উচ্চতার ঢেউ পৌঁছোতে দেখা যায়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।

Advertisement

তবে এই ভয়াবহ কম্পনের মাঝেও স্বস্তির খবর— এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা বা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। উপকূলের পারমাণবিক কেন্দ্রগুলিও স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রেল পরিষেবা ও কয়েকটি স্থানীয় পরিবহন সাময়িক ভাবে বন্ধ রাখা হলেও পরে ধীরে ধীরে তা পুনরায় চালু হয়।

Advertisement

পরিস্থিতি পর্যবেক্ষণের পর সন্ধ্যার দিকে সুনামি সতর্কতা তুলে নেয় আবহাওয়া দপ্তর। তবে প্রশাসন জানিয়েছে, আগামী কয়েকদিন আফটারশকের সম্ভাবনা থাকায় উপকূলবাসীদের সতর্ক থাকতে হবে। জাপানের মতো ভূমিকম্প-প্রবণ দেশে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ বারবার আতঙ্কের সৃষ্টি করে। তবুও দ্রুত সতর্কতা ও প্রস্তুতির ফলে বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছে সেখানকার প্রশাসনিক কর্তারা।

Advertisement