ভারত–মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার উপর জোর দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘জাতীয়তাবাদী আমেরিকান’ বলে উল্লেখ করলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজে আয়োজিত এক অধিবেশনে বক্তৃতা দেন তিনি। বিশ্বজুড়ে কূটনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ভারতের প্রকৃতি এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। এখানে একটি ইন্টারঅ্যাকটিভ সেকশনে ভারত-আমেরিকা সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। সেখানে সব প্রশ্নের স্পষ্ট জবাব দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বন্ধু, না শত্রু ? এর জবাবে এস জয়শঙ্কর বলেন, ‘আমি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। আমরা খুবই ভালো আতিথেয়তা পেয়েছি। আমি বিশ্বাস করি উনি একজন জাতীয়তাবাদী আমেরিকান।’ বিদেশমন্ত্রী মনে করছেন, দুনিয়ায় নানা বিষয়ে ট্রাম্পের নীতিগুলি বিশ্বের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে। তবে ভারতের বিদেশনীতি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হবে।
এস জয়শঙ্কর আরও বলেন, ‘ ট্রাম্প অনেক কিছুতেই পরিবর্তন আনবেন। হয়তো কিছু বিষয় সিলেবাসের বাইরে থাকবে। কিন্তু আমাদের দেশের স্বার্থে সিলেবাসের বাইরে পররাষ্ট্র নীতি পরিচালনা করতে হবে, এমনও হতে পারে। আবার এমন অনেক বিষয় থাকবে, যেখানে আমাদের মতের মিল হবে না।’
জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দৃঢ় ব্যক্তিগত সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, ‘আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে তা সকলেই জানেন।’
জয়শঙ্কর এদিন বুঝিয়ে দেন, বর্তমানে ভারতের প্রভাব বিশ্ব জুড়ে রয়েছে। এ দেশ সম্পর্কে দুনিয়ার মনোভাব বদলাচ্ছে। তাঁর কথায়, ‘এখন তো দেশের নাগরিক না হয়েও অনেকে নিজেদের ভারতীয় বলে দাবি করেন। হয়তো এতে বিমানে তাঁরা সহজেই আসন বুকিং করে ফেলতে পারেন।’ এমনকী, প্রবাসী ভারতীয়রাও সুরক্ষা এবং অন্য বিষয়ে এ দেশের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকেন, বলেন বিদেশমন্ত্রী।
জয়শঙ্কর তাঁর কর্মজীবনে কূটনীতি থেকে রাজনীতিতে উত্তরণের বিষয়টিও তুলে ধরেন । তিনি বলেন, “আমি কখনওই ভাবিনি আমি একজন আমলা হব। রাজনীতিতে আমার প্রবেশ দুর্ঘটনাক্রমে ঘটেছে। বা ভাগ্যও বলতে পারেন, মোদীও বলতে পারেন। তিনি আমাকে এমনভাবে অনুসরণ করেছিলেন যে , যাতে কারও ‘না’ বলার উপায় ছিল না।”