• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

গাজায় দখলদারি বাড়াতে ওয়েস্ট ব্যাঙ্কে বসতির পরিকল্পনা ইজরায়েলের

রাজনৈতিকভাবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গণতান্ত্রিক চেতনায় আস্থাশীল। তারা কট্টরপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। এই পরিস্থিতিতে প্যালেস্টাইনের আর এক ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে দখলদারি আরও জোরদার করার পথে হাঁটল ইজরায়েল। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার অধিকৃত পূর্ব জেরুসালেমে নতুন ইহুদি বসতি গড়ে তোলার জন্য একটি সরকারি নোটিস জারি করেছে। এই সিদ্ধান্ত ঘিরে প্যালেস্টাইনিদের মধ্যে নতুন করে অস্বস্তি ও ক্ষোভ ছড়িয়েছে।

সরকারি নোটিসে জানানো হয়েছে, ‘গ্রেটার জেরুসালেম’ পরিকল্পনার আওতায় এই প্রকল্প কার্যকর হলে ইজরায়েল অধিকৃত মাআলে আদুমিম অঞ্চল এবং পূর্ব জেরুসালেম ভৌগোলিকভাবে যুক্ত হয়ে যাবে। এর ফলে ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টাইনি অধ্যুষিত এলাকা কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে পড়বে। নোটিসে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, ‘লাইফ ফ্যাব্রিক’ কর্মসূচির সঙ্গে যুক্ত এই পদক্ষেপের মাধ্যমে ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অংশকে ইজরায়েলের সঙ্গে সংযুক্ত করাই লক্ষ্য।

Advertisement

এর আগেও এই ধরনের উদ্যোগের ইঙ্গিত দিয়েছিল নেতানিয়াহু সরকার। গত অক্টোবর মাসে তাঁর উপস্থিতিতে ইজরায়েলের সংসদ নেসেটে একটি প্রস্তাব পাশ হয়, যেখানে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ককে ইজরায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ওই প্রস্তাবের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবি কার্যত অগ্রাহ্য করা হয়েছে। এর ফলে গাজার পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্কেও সংঘাতের পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ওয়েস্ট ব্যাঙ্কের পূর্বাংশে বিস্তৃত জর্ডন উপত্যকা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকেই ইজরায়েলি সেনার নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার জুড়ে থাকা এই অঞ্চল প্যালেস্টাইনি জনতার অন্যতম বৃহৎ আবাসভূমি। ওয়েস্ট ব্যাঙ্কের বাকি অংশের প্রশাসনিক দায়িত্ব রয়েছে প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’-এর হাতে। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন।

রাজনৈতিকভাবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গণতান্ত্রিক চেতনায় আস্থাশীল। তারা কট্টরপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী। একসময় গাজার নিয়ন্ত্রণও আরাফতপন্থীদের হাতেই ছিল। কিন্তু ২০০৭ সালে অভ্যন্তরীণ সংঘর্ষের পর হামাস গাজার দখল নেয়। বর্তমান প্রেক্ষাপটে পূর্ব জেরুসালেমে নতুন ইহুদি বসতি গড়ে তোলার উদ্যোগকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করেছে ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টাইন সরকার।

প্যালেস্টাইন কর্তৃপক্ষের অভিযোগ, গাজায় যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইজরায়েল ওয়েস্ট ব্যাঙ্কে স্থায়ী দখলদারি কায়েম করার চেষ্টা করছে। তাদের মতে, এই পদক্ষেপ পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও দুর্বল করবে। ইজরায়েলের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা অঞ্চল।

Advertisement