কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী দর্শন সিং শশী। বয়স ৬৮ বছর। খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। কানাডার বাসিন্দা এক পঞ্জাবি গায়কের বাড়িতেও গুলি চালানো হয়েছে বলে খবর। দুই ঘটনারই দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। দলের অন্যতম সদস্য জগদীপ সিংহ ওরফে জগ্গার গ্রেপ্তারির জন্যই এই হামলা বলে মনে করা হচ্ছে।
কানাডা পুলিশ সূত্রে খবর, ব্রিটিশ কলম্বিয়ার অ্যাবোটসফোর্ড শহরে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন ব্যবসায়ী দর্শন সিং শশী। দর্শনের বাড়ির সামনে একটি ট্রাক দাঁড় করানো ছিল। ব্রিটিশ কলম্বিয়ার স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল সাড়ে ৯টার সময় রিজভিউ ড্রাইভ এলাকায় ওই ট্রাকের কাছে দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী। দুষ্কতীরা আচমকাই তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে দুষ্কৃতীরা প্রায় দু’ঘণ্টা ধরে ব্যবসায়ীর বাড়ির সামনে অপেক্ষা করছিল।
Advertisement
পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন রক্তাক্ত অবস্থায় গাড়িতে পড়ে ছিলেন দর্শন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি। সম্প্রতি সমাজিক মাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধীলোঁ জানিয়েছেন, কানাডায় তাঁরা দর্শন সিংহ সহসি নামে এক শিল্পপতিকে গুলি করে খুন করেছেন। ৬৮ বছরের ওই ব্যবসায়ী মাদক কারবারে যুক্ত ছিলেন। পাশাপাশি, অর্থ দাবি করতেন বিষ্ণোই দলের কাছে। তাই খুন করা হয়েছে বলে দাবি বিষ্ণোই দলের।
Advertisement
১৯৯১ সালে ভারত থেকে কানাডায় যান দর্শন। সেখানেই বসববাস শুরু করেন। পোশাক পুনর্ব্যবহার শিল্পে নাম ডাক হয় তাঁর। ব্যবসার পাশাপাশি দানধ্যানেও তাঁর নাম ছিল। অন্য দিকে, পাঞ্জাবি গায়ক চন্নী নট্টনের বাড়িতেও হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাং। গায়ক সর্দার খেরার সঙ্গে তাঁর সদ্ভাবের কারণেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। কিছু দিন আগে কৌতুকশিল্পী কপিল শর্মার রেস্তোরাঁয়ও ভয়াবহ হামলা করা হয়। ক্যাফে খোলার পরেই এলোপাথাড়ি গুলি চালানো হয়। তখন ওই ঘটনার দায় স্বীকার করেন হরজিৎ সিংহ লাড্ডি নামে এক ব্যক্তি। নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের লোক বলে দাবি করেন তিনি।
ব্রিটিশ কলম্বিয়ার পাঞ্জাবিদের একাধিক সংগঠন দর্শন সিংয়ের খুনে শোকপ্রকাশ করেছে। কানাডায় পাঞ্জাবি সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন তিনি। পাঞ্জাবিদের জন্য একাধিক জনহিতকর প্রকল্পে দানও করেছেন শিল্পপতি। কানাডার পাঞ্জাবি সম্প্রদায় ও পাঞ্জাবের ব্যবসায়ীরা দর্শন সিং শশীর হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। শিখ সম্প্রদায়ের একাধিক সংগঠনের তরফে ভারতীয় দূতাবাস ও কানাডার প্রশাসনের কাছে খুনের সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। লুধিয়ানার দোরাহার কাছে রাজগড় গ্রামে দর্শনের শেষকৃত্য করার জন্য ব্যবসায়ীর আত্মীয়স্বজন ভারতীয় দূতাবাসে আর্জি জানিয়েছেন।
Advertisement



