ছুটি কাটাতে গিয়েছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে। ফিরে এলেন না কেউ-ই। আমেরিকার ডালাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল হায়দরাবাদের এক দম্পতি ও তাঁদের দুই সন্তানের। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনাটি ঘটে গ্রিন কাউন্টির কাছে।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বেজিগাম শ্রীভেঙ্কট (৪০), স্ত্রী চোলেট্টি তেজস্বীনী (৩৬), সিদ্ধার্থ (৯) এবং ম্রিদা (৭)। পরিবারটি মূলত হায়দরাবাদের বাসিন্দা। কর্মসূত্রে বিগত সাড়ে ৩ বছর ধরে আমেরিকায় বসবাস করতেন তাঁরা। স্বামী-স্ত্রী দু’জনেই তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। গত সপ্তাহে আটলান্টায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে গাড়ি চালিয়ে গিয়েছিলেন। সোমবার ডালাসে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ভুল পথে আসা একটি ট্রাক অত্যন্ত বেপরোয়া গতিতে এসে তাঁদের গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তে আগুন ধরে যায় গাড়িটিতে। কোনওরকমে বেরিয়ে আসার আগেই আগুনে পুড়ে যায় চারজনের শরীর।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। নিহতদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে কাউকে শনাক্ত করাও সম্ভব হয়নি। দেহাবশেষ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এরপরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার মিল রয়েছে গত বছরের একটি দুর্ঘটনার সঙ্গে। ২০২৪ সালের সেপ্টেম্বরে একইভাবে ডালাসের কাছে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আগুন ধরে গিয়েছিল এক এসইউভি গাড়িতে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল চার ভারতীয় নাগরিকের— আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা এবং দর্শিনী বাসুদেবনের। পরপর দু’বছর একই ধরনের দুর্ঘটনায় এতগুলি প্রাণহানি ফের আমেরিকার সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।