২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের মেয়াদ সম্পর্কে নিজের দলের নেতাদের এক সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ক্ষমতাসীন রিপাবলিকান দল নির্বাচনে জয়লাভ করতে ব্যর্থ হয়, তাহলে ডেমোক্র্যাটরা তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের পদক্ষেপ করতে পারে। মঙ্গলবার ওয়াশিংটনে হাউস রিপাবলিকান আইন প্রণেতাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আপনাদের মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে। যদি আমরা মধ্যবর্তী নির্বাচনে জিততে না পারি, তাহলে তারা আমাকে ইমপিচমেন্টের কারণ খুঁজে বের করবে।’
তবে ট্রাম্পের দল যদি চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে হেরে যায়, তবুও তিনি প্রেসিডেন্ট পদ হারাবেন না। তবে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টির দখল – যা ট্রাম্পের ব্যাপক সংস্কার বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা দুর্বল হয়ে পড়বে। রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রাধান্য পাবে ডেমোক্র্যাটরা। তবে যদি কংগ্রেসের দখল ডেমেক্র্যাটদের দখলে যায়, তবে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা
থেকে যাবে।
Advertisement
সোমবার মেরিল্যান্ডের ডেমোক্র্যাটিক দলের আইন প্রণেতা এপ্রিল ম্যাকক্লেইন ডেলানি ভেনেজুয়েলায় ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় অবিলম্বে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া বিবেচনা করার জন্য ডেমোক্র্যাটিক ককাস-এ আহ্বান জানিয়েছেন।
Advertisement
আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ইউএস হাউস অফ রিপ্রেসেনটেটিভস্-এর ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের এক-তৃতীয়াংশের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে।
Advertisement



