দিনে সাংবাদিকতা রাতে হামলার ব্লু প্রিন্ট, হামাস শীর্ষ নেতার পর্দাফাঁস ইজরায়েল সেনার

Written by SNS February 12, 2024 7:08 pm
গাজা, ১২ ফেব্রুয়ারি– এক প্যালেস্তিনীয় সাংবাদিকের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলল আইডিএফ৷ ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের  মাঝেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিককে হামাসের  শীর্ষ নেতা বলে দাবি করল ইজরায়েল সেনা৷ মহমদ ওয়াশাহ নামে আল জাজিরার ওই সাংবাদিকের ল্যাপটপ থেকে পাওয়া কিছু নথির ভিত্তিতে এই দাবি করেছেন আইডিএফের লেফটেন্যান্ট জেনারেল আভিচে আদ্রাই৷ আইডিএফের দাবি, দিনে আল জাজিরার হয়ে সাংবাদিকতা করেন ওয়াশাহ, আর রাতে তিনি হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেন৷
এনিয়ে আল জাজিরাকেও তোপ দেগেছে আইডিএফ৷ সাংবাদিকের আড়ালে ওয়াশাহ আসলে হামাসের সিনিয়র কমান্ডার বলে জানা যাচ্ছে৷ মহমদ ওয়াশাহ নামে ওই প্যালেস্তিনীয় সাংবাদিক সম্প্রতি কয়েকমাস ধরে আল জাজিরার হয়ে সংবাদ সংগ্রহ করছেন৷ ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে দুদেশের মধ্যে বিতর্কিত জায়গা গাজা ভূখণ্ডের উত্তরাংশে সম্প্রতি অভিযান চালায় ইজরায়েল ডিফেন্স ফোর্স৷ সেখান থেকে ওয়াশাহর ল্যাপটপ উদ্ধার হয়৷ সেইসঙ্গে আরও বেশ কিছু তথ্য৷ তা দেখেই আইডিএফের শীর্ষ নেতা আভিচে আদ্রাইয়ের দাবি, ওয়াশাহ হামাসের অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ইউনিটের সক্রিয় সদস্য৷ আকাশপথে হামলা চালানোর ছক কষতে দক্ষ৷
এনিয়ে তাঁর রীতিমতো গবেষণা রয়েছে৷ ইজরায়েল সেনার দাবি, প্রযুক্তির সাহায্যে ওয়াশাহর ল্যাপটপ থেকে তাঁর কাজের সমস্ত খুঁটিনাটি জানতে পেরেছেন তাঁদের বিশেষজ্ঞরা৷ সাংবাদিকতার আড়ালে জঙ্গি কার্যকলাপ নিয়ে ইজরায়েল এই অভিযোগ নতুন নয়৷ গত মাসে গাজার রাফায় ইজরায়েলের বিমান হামলায় আল জাজিরার দুই সাংবাদিকের মৃতু্য হয়৷ পরে ইজরায়েল দাবি করে, তাঁরা দুজনই প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠীর সদস্য৷ এবার মহমদ ওয়াশাহর ক্ষেত্রেও সেই একই অভিযোগ উঠল৷