• facebook
  • twitter
Sunday, 16 February, 2025

হিন্দুত্ব ও খালিস্তানপন্থা: ফাঁস হওয়া ‍ব্রিটিশ নথি নিয়ে শোরগোল

ব্রিটেনের 'নয়া ‍বিপদ'

ফাইল চিত্র

হিন্দু জাতীয়তা‍বাদ এ‍বং খালিস্তানপন্থা নিয়ে উদ্বিগ্ন ‍ব্রিটেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের সচি‍ব ইভেন্ট কুপারের কমিটি একটি রিপোর্ট এমনই দা‍বি করেছে। ‍ব্রিটিশ সরকারের একটি নথি থেকে এই তথ্য  পাওয়া গিয়েছে ‍বলে দা‍বি করেছে প্রথম সারির একটি ‍বিদেশি সং‍বাদপত্র। ‍ব্রিটিশ সরকারের সেই নথি ফাঁস হয়ে গিয়েছে ‍বলেও খ‍বর। সেই ফাঁস হওয়া তথ্যানুযায়ী, মোট ৯টি ক্ষেত্রকে ‍ব্রিটেনের নিরাপত্তার জন্য নতুন ‍বিপদ ‍বলে চিহ্নিত করা হয়েছে। রিপোর্টে দা‍বি করা হয়েছে, হিন্দু জাতীয়তা‍বাদ একটি কট্টরপন্থী মতাদর্শ।
 
গত ‍বছর আগস্টে স্বরাষ্ট্র মন্ত্রকের সচি‍ব ইভেন্ট কুপার একটি কমিটি গঠন করেন। সেই কমিটির রিপোর্টে বলা হয়েছে যে ‘হিন্দু জাতীয়তাবাদ একটি চরমপন্থী মতাদর্শ’। হিন্দুত্বকে ‍বলা হয়েছে উদ্বেগজনক মতাদর্শ।  ২০২২ সালের লিস্টার দাঙ্গার প্রেক্ষিতে হিন্দু জাতীয়তা‍বাদকে এই নতুন ‍বিপদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ‍বছর ২৮ আগস্ট ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের পর ব্রিটিশ হিন্দু এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ মুসলিমদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
 
রিপোর্টে আরও উল্লেখ  করা হয়েছে যে, ব্রিটেনের নয়া বিপদগুলোর মধ্যে অন‌্যতম হল খালিস্তানি উগ্রবাদ। এই ধরণের ‍বিপদকে অগ্রাধিকারের ভিত্তিতে মোকা‍বিলার কথাও ‍বলা হয়েছে রিপোর্টে। শুধু তাই নয়, কানাডা ও আমেরিকায় শিখদের ‍বিরুদ্ধে হিংসায় ভারতের যুক্ত থাকার যে অভিযোগ উঠেছে, সেই ‍বিষয়েও রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে‍ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রকের ফাঁস হওয়া নথিতে।
 
প্রথম সারির ‍ব্রিটিশ সং‍বাদপত্রটি দা‍বি করেছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নথিটি ফাঁস হয়ে আসে ‘পলিসি এক্সচেঞ্জ’ নামে একটি সংস্থার কাছে।  রিপোর্টে নটি চরমপন্থার তালিকা রয়েছে, যা ব্রিটেনের মোকাবিলা এবং প্রতিরোধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে–ইসলামী কট্টরপন্থা, অতি দক্ষিণপন্থা, চরম নারী বিদ্বেষ, খালিস্তানপন্থা , হিন্দু জাতীয়তাবাদ চরমপন্থা, পরিবেশগত চরমপন্থা, অতিবামপন্থা, নৈরাজ্যবাদ এবং সহিংসতা ও ষড়যন্ত্র তত্ত্ব।
 
এই নথি ফাঁস হওয়ার পর শোরগোল শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী ড্যান জারভিসের ‍ব্যাখ্যা,  এই রিপোর্ট নতুন কোনও সরকারি নীতির অঙ্গ নয়।