রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইউক্রেনকে ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে চলেছে ব্রিটেন। এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার শুক্রবার এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে রক্ষার লক্ষ্যে আমরা একটি চার দফা পরিকল্পনা গ্রহণ করেছি। থ্যালেস সরবরাহ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।’
থ্যালেস একটি ফরাসি মালিকানাধীন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যেটি ইউরোপের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। ইউরোপ-আমেরিকার অনেক দেশ তাদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। প্রতিষ্ঠানটির আয়ারল্যান্ডের বেলফাস্টে অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র থেকেই এই প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগেও ইউক্রেন সেনাবাহিনীকে থ্যালেসের তৈরি ‘হালকা মাল্টিরোল ক্ষেপণাস্ত্র’ সরবরাহ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক ভেস্তে যাওয়ার পর ওয়াশিংটন সামরিক সহায়তা বন্ধের ইঙ্গিত দেয়। সেই পরিপ্রেক্ষিতে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা জানায় ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ কিভকে রাশিয়ার আকাশ হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে।