• facebook
  • twitter
Sunday, 23 March, 2025

গুয়াতেমালায় খাদে বাস পড়ে ৫৫ জনের মৃত্যু, আহত অনেকে

ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে খাদে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে খাদে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। মধ্য আমেরিকার ছোট্ট দেশ গুয়াতেমালায় এই দুর্ঘটনা ঘটেছে। গুয়াতেমালার প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো সামাজিম মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। দেশে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

বাসটি উত্তর-পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে গুয়াতেমালা শহরের উদ্দেশ্যে আসছিল। রাস্তায় ব্রিজের ওপর দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। পর পর গাড়িতে ধাক্কা লাগার জেরে ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে একটি নালার উপর আছড়ে পড়ে যাত্রী বোঝাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ জন যাত্রীর। আহতদের উদ্ধার করে সান জুয়ান দে দিওস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

যাত্রীবাহী ওই বাসে ৭০ জনের উপরে যাত্রী ছিল। শিশু, মহিলা, বৃদ্ধরাও ছিলেন। প্রশাসন সূত্রে খবর, বাসটি প্রায় ৩০ বছরের পুরোনো। তবে তার লাইসেন্স রয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। আহতরা যাতে ভালো চিকিৎসার সুযোগ পান তার জন্য সরকার সবরকম ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো।