• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আমেরিকার চেয়েও বেশি পরমাণু ডুবোজাহাজ রয়েছে রাশিয়ার, হুঁশিয়ারি মস্কোর

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা কড়া বার্তা দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা কড়া বার্তা দেওয়া হয়েছে। রুশ পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোডোলাটস্কি সাফ জানিয়েছেন, আমেরিকাকে রুখে দিতে রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ (নিউক্লিয়ার সাবমেরিন) রয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন মহাসাগরে রাশিয়ার সক্রিয় ডুবোজাহাজের সংখ্যা আমেরিকার তুলনায় অনেক বেশি।

শুক্রবার রাশিয়ার সরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভোডোলাটস্কি বলেন, ‘বিশ্বের জলপথে আমেরিকার দুই রণতরীর মোকাবিলা করার মতো ক্ষমতা রাশিয়ার রয়েছে। আমাদের ডুবোজাহাজের উপস্থিতি ও ক্ষমতা যথেষ্ট।’ উল্লেখ্য, শুক্রবারই ট্রাম্প তাঁর নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি ‘উস্কানিমূলক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় জানান, রাশিয়ার কাছাকাছি ‘যথাযথ জায়গায়’ দু’টি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে।

Advertisement

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভোডোলাটস্কি বলেন, ‘ট্রাম্প যে জায়গার কথা বলছেন, সেটি বহু বছর ধরেই আমেরিকার সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অস্ত্র মোতায়েন নতুন কিছু নয়। তাই আমরা বিষয়টিকে অতটা গুরুত্ব দিইনি।’ এই বিষয়ে রাশিয়ার আন্তর্জাতিক বিষয়ক জার্নাল ‘গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যাগাজিন’-এর সম্পাদক ফিওডর লুকিয়ানভ বলেন, ‘ট্রাম্প আবেগতাড়িত হয়ে এমন মন্তব্য করেছেন। মার্কিন সেনা আধিকারিকরাও হয়তো তাঁর বক্তব্য শুনে বিস্মিত হবেন। এটা তেমন কূটনৈতিক বার্তা নয়।’

Advertisement

তবে শুধুই হুঁশিয়ারি নয়, বোঝাপড়ার পক্ষেও সওয়াল করেছেন ভোডোলাটস্কি। তিনি বলেন, ‘রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি মৌলিক সমঝোতা প্রয়োজন। তাহলেই বিশ্ব শান্তির দিকে এগোবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগও প্রশমিত হবে।’ প্রসঙ্গত, ‘শুল্ক যুদ্ধ’ এবং ভূ-রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প এবং মেদভেদেভের মধ্যে বাক্‌যুদ্ধ চলছে। ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত’ বলে মন্তব্য করে ট্রাম্প লেখেন, ‘একসঙ্গে তারা নিজেদের অর্থনীতিকে আরও নীচে নিয়ে যাচ্ছে।’ পাশাপাশি ভারতকে শুল্ক নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

জবাবে মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাদের আপনি মৃত বলে মন্তব্য করছেন, তাদের থেকে বিপদকে অবহেলা করা সহজ হবে না।’ এরপরেই ট্রাম্প পাল্টা কটাক্ষ করে মেদভেদেভকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলে অভিহিত করেন। বিশ্লেষকদের মতে, আমেরিকা ও রাশিয়ার এই কড়া অবস্থান বিশ্বে নিরাপত্তার প্রশ্নে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পটভূমিতে দুই শক্তিধর দেশের এই রকম কড়া বার্তা পরমাণু উত্তেজনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তুলছে।

Advertisement