• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গাজায় যুদ্ধ বন্ধ করতে ২০ দফা প্রস্তাব দিলেন ট্রাম্প

গাজা-ইজরায়েল যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এই প্রস্তাব দেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গাজা-ইজরায়েল যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এই প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, গাজা থেকে প্যালেস্তিনিদের বের হতে হবে না। গাজায় অস্থায়ী, নিরপেক্ষ সরকার গঠিত হবে। হামাস যদি প্রস্তাবে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে সব ইজরায়েলি বন্দিকে ছেড়ে দিতে হবে। এর বদলে ইজরায়েলও বহু প্যালেস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যুদ্ধ থামিয়ে দুই পক্ষ আলোচনায় বসবে। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনও ভূমিকা থাকবে না। পুরো প্রক্রিয়া তদারকি করবে ‘বোর্ড অব পিস’, যার প্রধান থাকবেন ট্রাম্প নিজে।

Advertisement

ইজরায়েল এই প্রস্তাবকে সমর্থন করেছে। হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি ‘ইতিবাচকভাবে’ খতিয়ে দেখছে। এদিকে, কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইজরায়েলের হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইজরায়েল। এই প্রস্তাব মেনে নিলে গাজায় শান্তির পথে বড় এক পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement