• facebook
  • twitter
Wednesday, 28 January, 2026

ট্রাম্পের হাতে রহস্যময় দাগে যৌনরোগের শঙ্কা

ওয়াশিংটন, ১৯ জানুয়ারি–  ১৭ জানুয়ারি নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে এক মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের অন্যতম প্রার্থী৷ সেই সময়ই তাঁর হাতে দেখা যায় রহস্যময় কিছু লাল-লাল ফুসকুডি়র মতো দাগ৷ আর সেই ছবি থেকেই শুরু হয়েছে জল্পনা, ট্রাম্পের কি সিফিলিস হয়েছে? কেউ কেউ অবশ্য হাতে হার্পিস হওয়ার সম্ভাবনাও উডি়য়ে দেননি৷

ওয়াশিংটন, ১৯ জানুয়ারি–  ১৭ জানুয়ারি নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে এক মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের অন্যতম প্রার্থী৷ সেই সময়ই তাঁর হাতে দেখা যায় রহস্যময় কিছু লাল-লাল ফুসকুডি়র মতো দাগ৷ আর সেই ছবি থেকেই শুরু হয়েছে জল্পনা, ট্রাম্পের কি সিফিলিস হয়েছে? কেউ কেউ অবশ্য হাতে হার্পিস হওয়ার সম্ভাবনাও উডি়য়ে দেননি৷
ট্রাম্পের হার্পিস হওয়ার সম্ভাবনা উস্কে দিয়ে আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপদেষ্টা জেমস কারভিল বলেছেন, “আমার মনে হচ্ছে না ওঁর হাতে কেটে গিয়েছে বলে৷ দেখে মনে হচ্ছে ঘা-এর মতো৷ আমি বেশ কয়েকজন ডাক্তারকেও জিজ্ঞাসা করেছি এই বিষয়ে৷ তাঁরা অবিলম্বে এবং সর্বসম্মতভাবে জানিয়েছেন এই হাতের ঘাগুলি সেকেন্ডারি সিফিলিসের লক্ষণ৷” আশ্চর্যজনকভাবে, ওই দিনই অন্যান্য সময়ে তোলা ছবিতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে কোনও ঘা বা ক্ষতচিহ্ন দেখা যায়নি৷
তবে, এই নিয়ে হইচই শুরু হতেই, ট্রাম্প শিবির থেকে দাবি করা হয়েছে, পেপার-কাটারে হাত কেটে গিয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের৷ দুর্ঘটনাবশত, তা থেকে রক্ত লেগে যায় তাঁর হাতের তালুতে৷ নিউ ইয়র্কের কোর্ট থেকে বেরিয়ে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন রিপাবলিকান প্রার্থী৷ সেই সময়ই তাঁর ওই লাল দাগওয়ালা ছবিটি ওঠে৷

Advertisement

Advertisement