রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে প্রাণঘাতী ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে ইউক্রেনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্টভাবে কূটনৈতিক পথেই সংঘাত মেটানোর আহ্বান জানিয়েছেন। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় মোদী যুদ্ধ বন্ধ করার ও শান্তি বজায় রাখার উপর জোর দেন।
মঙ্গলবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টার খবর অত্যন্ত উদ্বেগজনক।’ একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে যুদ্ধ থামাতে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, সেটাই সংঘাত মেটানোর একমাত্র কার্যকর পথ। শত্রুতার পথ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন জানান তিনি। শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাহত করতে পারে এমন কোনো পদক্ষেপ যাতে না নেওয়া হয় সেই অনুরোধও করেন তিনি।
Advertisement
এর আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন, গত ২৮ ও ২৯ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে ইউক্রেন নভগোরড প্রদেশে অবস্থিত পুতিনের বাসভবন লক্ষ্য করে একযোগে ৯১টি দূরপাল্লার ড্রোন হামলা চালায়। রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। ওই সময় পুতিন বাসভবনে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে মস্কো স্পষ্ট কিছু জানায়নি।
Advertisement
লাভরভ এই হামলাকে কার্যত সন্ত্রাসবাদ বলে উল্লেখ করে বলেন, ‘এই ধরনের বেপরোয়া কার্যকলাপ জঙ্গি হামলার সমতুল্য। রাশিয়া এর কঠোর জবাব দেবে।’ তিনি আরও ইঙ্গিত দেন, রুশ-ইউক্রেন শান্তি আলোচনার মধ্যেই এই হামলা হওয়ায় মস্কো তার অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।
Advertisement



