• facebook
  • twitter
Monday, 17 March, 2025

নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক, রোমে জরুরি অবতরণ

নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক। ইতালিতে জরুরি অবতরণ করতে হল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। বিমানে ১৯৯ জন যাত্রী ছিলেন।

নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক। ইতালিতে জরুরি অবতরণ করতে হল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। বিমানে ১৯৯ জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদ আছেন। রবিবার নিউইয়র্ক থেকে বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয় কিন্তু মাধপথেই রোমের দিকে ঘুরে যায়। যাত্রীবাহী বিমানে বোমা থাকার খবর পেয়ে মাঝ আকাশেই যুদ্ধবিমানের ঘেরাটোপে রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমান সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা সমস্যার কথা বুঝতে পেরেছেন, তার জন্য ধন্যবাদ।

রবিবার নিউইয়র্ক বিমানবন্দর থেকে ১৯৯ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি মাঝআকাশে থাকাকালীন খবর আসে, ফ্লাইটে বোমা রাখা আছে। বিমান তখন কৃষ্ণসাগরের উপর দিয়ে উড়ছে। সিদ্ধান্ত নেওয়া হয় ইতালির লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো এয়ারপোর্টে অবতরণ করানো হবে। সেই মতো বিমানে মুখ ঘোরানো হয়। বিমানটিকে দুটি ফাইটার জেট এসকর্ট করে রোমের ওই বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও ভাইরাল হয়েছে।

রোমে অবতরণের পর সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। বিমানে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। এক আধিকারিক জানিয়েছেন, মেলের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। রাতে রোমেই পাইলট ও যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়। সোমবার বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়।