• facebook
  • twitter
Friday, 26 December, 2025

ভারত-আমেরিকার দূরত্ব চাইছে চিন : মার্কিন রিপোর্ট

মার্কিন প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি জানিয়েছে, তাইওয়ানে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে চিন যে গুরুত্ব দেয়, ঠিক একইভাবে তারা ভারতের অরুণাচলের দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বন্ধুত্বের আড়ালে ভারতকে আমেরিকা থেকে দূরে সরানোর চেষ্টা করছে চিন। লাদাখে সেনা সরানোর পেছনে বেজিংয়ের অন্য ষড়যন্ত্র রয়েছে বলে মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে। তবে সেই রিপোর্টকে অস্বীকার করেছে চীনের বিদেশ দপ্তর, দাবি করেছে, মার্কিন পেন্টাগনের এই ভুল ভাষ্য আন্তর্জাতিক মহলে চিনের ভাবমূর্তি খারাপ করার ষড়যন্ত্রের অংশ।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি জানিয়েছে, তাইওয়ানে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে চিন যে গুরুত্ব দেয়, ঠিক একইভাবে তারা ভারতের অরুণাচলের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সামরিক পদক্ষেপ সরানোও এক ধরণের কৌশল, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি বহন করছে। লাদাখে সেনা সরানো সত্ত্বেও চিন ভারতকে নানা দিক থেকে ঘিরছে। একদিকে বন্ধুত্বের বার্তা দিচ্ছে, অন্যদিকে ইসলামাবাদকে সমরাস্ত্র ও সামরিক সাহায্য করছে।

Advertisement

চীনের বিদেশ দপ্তরের মুখপাত্র লিন জিয়ান বৃহস্পতিবার সংবাদমাধ্যমে জানান, ‘পেন্টাগনের রিপোর্ট চীনের প্রতিরক্ষা নীতি বিকৃত করেছে। অন্য দেশের সঙ্গে সম্পর্ককে বিরোধপূর্ণ দেখানোর চেষ্টা করছে। আসলে আমেরিকা সামরিক আধিপত্য বজায় রাখার অজুহাত খুঁজছে।’ তিনি আরও বলেন, চীন যে কোনো ভিত্তিহীন বা দায়িত্বহীন মন্তব্যের বিরোধিতা করে।

Advertisement

সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কেও কিছু টানাপোড়েন দেখা দিয়েছে। অপারেশন সিঁদুর অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছেন, তাঁর কারণে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। কিন্তু দিল্লি পরিষ্কার জানিয়েছে, দুই দেশ নিজেদের আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছে। এছাড়া ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার মার্কিন সিদ্ধান্তের কারণে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। ওয়াশিংটন মনে করছে, ভারত-মার্কিন সম্পর্কের এই টানাপোড়েন চীনকে সুবিধা দিচ্ছে।

Advertisement