চিন ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে আদৌ সম্মান করে না, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতের প্রাক্তন কূটনীতিক কে পি ফাবিয়ান। বেজিংয়ের দীর্ঘদিনের সম্প্রসারণবাদী নীতির দিকেই আঙুল তুলে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলির ভূখণ্ড নিয়ে চিনের দৃষ্টিভঙ্গি কখনওই বন্ধুত্বপূর্ণ নয়। ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁর এই মন্তব্য নতুন করে ভারত-চিন সীমান্ত বিতর্ক উসকে দিয়েছে।
কে পি ফাবিয়ানের বক্তব্য, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে চিন বারবার তার ব্যতিক্রম ঘটিয়েছে। পূর্ব লাদাখ থেকে শুরু করে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন একাধিক এলাকায় চিনা সেনার আগ্রাসী পদক্ষেপ ভারতের নিরাপত্তায় উদ্বেগ বাড়িয়েছে। তাঁর মতে, ‘চিন কেবল শক্তি বিস্তার ছাড়া আর কিছু বোঝে না। তারা কূটনৈতিক আশ্বাসের আড়ালে নিজেদের ভূখণ্ড বিস্তারের কৌশল চালিয়ে যায়।’
Advertisement
প্রাক্তন এই কূটনীতিক আরও জানান, ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি থাকা সত্ত্বেও চিন একতরফাভাবে স্থিতাবস্থা বদলানোর চেষ্টা করেছে। এর ফলে শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও প্রশ্নের মুখে পড়েছে। তিনি মনে করেন, বেজিংয়ের এই নীতির পিছনে রয়েছে দীর্ঘমেয়াদি কৌশল, যার লক্ষ্য এশিয়ায় প্রভাব বিস্তার করা।
Advertisement
ফাবিয়ানের মতে, ভারতের উচিত এই পরিস্থিতিকে হালকাভাবে না দেখা। কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনার পাশাপাশি সীমান্তে প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। তাঁর কথায়, ‘চিনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় সমস্যার মুখে পড়তে হতে পারে।’
এই মন্তব্যের পর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেরই মত, প্রাক্তন কূটনীতিকের অভিজ্ঞতা থেকে উঠে আসা এই সতর্কবার্তা ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
Advertisement



