নাভালনির শেষকৃত্য করার অপরাধে বরখাস্ত রাশিয়ার পুরোহিত

Written by SNS April 24, 2024 6:22 pm

মস্কো, ২৪ এপ্রিল– বিরোধী পক্ষের নেতা তথা দেশের প্রেসিডেন্ট পুতিনের ঘোর সমালোচক অ্যালেক্সেই নাভালনির শেষকৃত্য করার অপরাধে চাকরি খোওয়াতে হল রুশ পুরোহিতকে৷ রাশিয়ার অর্থোডক্স চার্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পুরোহিতের কোনও কাজ করতে পারবেন না ওই ব্যক্তি৷ এমনকি পুরোহিতদের জন্য নির্দিষ্ট পোশাক পরার অধিকারও থাকবে না তাঁর৷ ২০২৭ সাল পর্যন্ত এইভাবেই চলবে এই শাস্তি৷ সাসপেনশনের মেয়াদ ফুরনোর পরে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে দিমিত্রিকে দায়িত্বে আবার বহাল করা হবে কিনা৷
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার জেলে মৃতু্য হয় রাশিয়ার বিরোধী নেতা তথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নাভালনির৷ জালিয়াতি ও দুর্নীতি-সহ একাধিক অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠায় রাশিয়ার একটি আদালত৷ ১৯ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল নাভালনিকে৷ তাঁর সমর্থকদের অভিযোগ, জেলে লাগাতার নির্যাতনের ফলেই নাভালনির মৃতু্য হয়েছে৷
দীর্ঘ টালবাহানার পরে গত ২ মার্চ মস্কোতে সমাধিস্থ করা হয় রাশিয়ার প্রধান বিরোধী নেতাকে৷ সেইদিনের শেষকৃত্য পরিচালনা করেছিলেন রুশ অর্থোডক্স চার্চের পুরোহিত দিমিত্রি সাফ্রোনোভ৷ চার্চের সমস্ত রকম নিয়ম মেনেই নাভালনিকে সমাধিস্ত করেন তিনি৷ সেই জন্যই চার্চ কর্তৃপক্ষের রোষে পড়েন দিমিত্রি৷ মঙ্গলবার কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আগামী তিন বছরের জন্য সাসপেন্ড করা হল দিমিত্রিকে৷