• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

নিট-নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্তদের কঠোর সাজা হবে, স্পষ্ট বার্তা মুর্মুর 

দিল্লি , ২৭ জুন –  নিট , নেট-সহ সর্বভারতীয় পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটা  উচিত নয়। সম্প্রতি যে ঘটনা ঘটেছে তার তদন্ত এবং দোষীদের যাতে কঠোর সাজা হয় তা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার।  বৃহস্পতিবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের যৌথ সংসদীয় ভাষণে কেন্দ্রীয় সরকারের এই অবস্থান স্পষ্ট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ‘দেশের তরুণরা আরও বড় স্বপ্ন

দিল্লি , ২৭ জুন –  নিট , নেট-সহ সর্বভারতীয় পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটা  উচিত নয়। সম্প্রতি যে ঘটনা ঘটেছে তার তদন্ত এবং দোষীদের যাতে কঠোর সাজা হয় তা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার।  বৃহস্পতিবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের যৌথ সংসদীয় ভাষণে কেন্দ্রীয় সরকারের এই অবস্থান স্পষ্ট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ‘দেশের তরুণরা আরও বড় স্বপ্ন দেখুক, তা পূরণ করুক ৷ সরকার এই রকম পরিবেশ তৈরির জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে ‘, জানান রাষ্ট্রপতি মুর্মু ৷ 

সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারে অবস্থান স্পষ্ট করলেন  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি তাঁর বক্তৃতায় পরীক্ষায় বেনিয়মের ঘটনাগুলিতে তদন্তের আশ্বাস দেন৷ তিনি বলেন, “সরকার নিরপেক্ষ তদন্ত করতে বদ্ধপরিকর ৷ সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে, তাদের কঠোর সাজা নিশ্চিত করবে সরকার ৷” দোষীদের সাজা নিশ্চিত করার বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দায়বদ্ধ বলে জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই বিষয়টি উল্লেখের সঙ্গে সঙ্গে পিছন থেকে কয়েকজন বিরোধী সদস্য ‘নিট’ বলে চিৎকার করতে থাকেন ৷ রাষ্ট্রপতি বলেন, “কোনও কারণেই পরীক্ষায় বাধা তৈরি হওয়া উচিত হয়নি ৷ সরকারি নিয়োগ পরীক্ষা এবং সরকার পরিচালিত অন্য পরীক্ষাগুলিতে স্বচ্ছতা, পবিত্রতা বজায় রাখতে হবে ৷”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  এও জানান যে, এর আগেও বেশ কয়েকটি রাজ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে ৷ তবে তিনি জোর দেন, এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে ৷ এই প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইন প্রণয়ন করেছে সংসদ ৷ পরীক্ষা পদ্ধতিকে আরও স্বচ্ছ করতে সংস্কারের কাজ করছে কেন্দ্রীয় সরকার ৷

জুন মাসেই দেশে মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ এর মধ্যে পরীক্ষার একদিন পর ১৯  জুন নেট-ইউজিসি পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রক ৷ ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ এরপর দিনই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ডিরেক্টরকে বদল করা হয় ৷ এরও তদন্ত করছে সিবিআই ৷ এই পরিস্থিতিতে পরীক্ষা পদ্ধতিতে অসচ্ছতা, বেনিয়ম নিয়ে বিরোধী পক্ষ থেকে আমজনতা- সবার চাপের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷