২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ১০ জুলাই দুপুর ১২টায় অনলাইনে এসএসসি ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলাফল প্রকাশিত হবে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে – educationboardresults.gov.bd। দেশের সব বোর্ডের ফলাফল এই ওয়েবসাইট থেকে জানা যাবে – যেমন: বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং টেকনিক্যাল বোর্ড।
চলতি বছরে প্রায় ২০ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময় অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি এবং শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউন ছিল।
কীভাবে ফলাফল অনলাইনে দেখবেন?
১. প্রথমে ভিজিট করুন: educationboardresults.gov.bd
২. ‘রেজাল্ট’ ট্যাবে ক্লিক করুন
৩. পরীক্ষার নাম নির্বাচন করুন (এসএসসি)
4. পরীক্ষার সাল নির্বাচন করুন (২০২৫)
৫. আপনার বোর্ড নির্বাচন করুন (যেমন: ঢাকা, চট্টগ্রাম ইত্যাদি)
৬. ফলাফলের ধরন নির্বাচন করুন
৭. রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করুন
৮. ফলাফল স্ক্রিনে দেখা যাবে
যদি ওয়েবসাইট কাজ না করে?
ফলাফল প্রকাশের সময় অনেকে একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলে ওয়েবসাইট স্লো বা বন্ধ হয়ে যেতে পারে। এসময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং বারবার রিফ্রেশ (CTRL + R) দিতে হবে।
বিকল্পভাবে SMS দিয়ে ফলাফল দেখুন:
মোবাইলে এসএমএস করে ফলাফল জানতে চাইলে নীচের নিয়ম অনুসরণ করুন:
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ:
SSC DHA 123456 2025 পাঠিয়ে দিন 16222 এ।
ফলাফল প্রকাশ সংক্রান্ত আরও খবরের জন্য চোখ রাখুন dainikstatesmannews.com ওয়েবসাইটে।