• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শাহী মন্তব্যের প্রতিবাদে ভারতের ডেপুটি হাইকমিশনারকে চিঠি ইউনুস সরকারের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উল্টে করে ঝুলিয়ে রাখব, মন্তব্য অমিত শাহর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উল্টো করে ঝুলিয়ে রাখব, ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে এমনটাই বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বাংলাদেশ। অমিত শাহর এহেন মন্তব্যের পর বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র বিরোধিতা জানানো হয়েছে।

চলতি বছরেই হবে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে বিজেপি ঝাড়খণ্ডে প্রচার শুরু করে দিয়েছে। গত শুক্রবার ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে বিরোধীদের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে জেএমএম আরজেডি ও কংগ্রেস অনুপ্রবেশকে আস্কারা দিচ্ছে। যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেক বাংলাদেশি, রোহিঙ্গাকে খুঁজে বের করবে বিজেপি সরকার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে উল্টো করে ঝুলিয়ে সোজা করব।’

Advertisement

অমিত শাহর করা মন্তব্যকে ভালো চোখে দেখছে না বাংলাদেশের নয়া সরকার। সূত্রের খবর, শাহের মন্তব্যের জন্য ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। যেখানে অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, দিল্লির রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে যে ধরণের মন্তব্য করছে তা অত্যন্ত আপত্তিকর। ভারত সরকারের উচিৎ রাজনৈতিক নেতারা এই ধরনের মন্তব্য যাতে না করেন তার জন্য তাঁদের সতর্ক করা। এই ধরণের মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাবকে ক্ষুণ্ন করে।’

Advertisement

প্রসঙ্গত, ভারতের মাটিতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ আগেও এসেছে। বিশেষত পশ্চিমবঙ্গের মাটিতে এই অনুপ্রবেশের ঘটনা সবচেয়ে বেশি বলে বারংবার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও এই ইস্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনও কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। তবে সরকার বদলের শাহের অনুপ্রবেশের অভিযোগের পাল্টা জবাব দিল বাংলাদেশ।

Advertisement