বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হিংসার আবহের মধ্যেই ফের এক নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ সামনে এল। রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি তেল ভরার স্টেশনে কর্মরত রিপন সাহা (৩০) নামে এক হিন্দু যুবককে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় সংলগ্ন করিম ফিলিং স্টেশনে শুক্রবার একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি প্রায় পাঁচ হাজার টাকার জ্বালানি নেয়। অভিযোগ, জ্বালানি নেওয়ার পর টাকা না দিয়েই গাড়িটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কর্তব্যরত কর্মী রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বিল মেটানোর কথা বলেন। তখনই গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে গতি বাড়িয়ে রিপনের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান।
Advertisement
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপন সাহার। সহকর্মীদের দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
Advertisement
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খন্দকার জিয়াউর জানান, প্রাথমিক তদন্তে এটি উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গাড়ির মালিক আবুল হাশেমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির চালক কামাল হোসেনকেও তার গ্রাম থেকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আবুল হাশেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি-র রাজবাড়ী জেলা ইউনিটের প্রাক্তন কোষাধ্যক্ষ।
উল্লেখযোগ্য ভাবে, স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী গত এক মাসে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে এটি দশম হত্যার ঘটনা। এর আগে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় সমীর দাস নামে এক হিন্দু যুবককে কুপিয়ে খুন করা হয়। ২৭ বছর বয়সি ওই অটোরিকশা চালকের দেহ উদ্ধার হয়েছিল একটি ফসলের মাঠ থেকে।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার বিষয়টি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে এই প্রসঙ্গ উত্থাপন করে ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর প্রকাশ্যে হামলা, খুন এবং মন্দির ও বাড়িঘরে আগুন লাগানোর ঘটনা ঘটছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই হিংসা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পর রাজবাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
Advertisement



