ফের হামলায় রক্তাক্ত প্যারিস স্টেশন, ছুরি হাতে পরের পর কোপ যাত্রীদের উপর

Written by SNS February 3, 2024 5:43 pm

প্যারিস, ৩ ফেব্রুয়ারি– ফের অাঁততায়ীর হামলায় রক্তাক্ত প্যারিস৷ প্যারিসের এক রেল স্টেশনে আচমকাই ছুরি হাতে হামলা চালালেন এক ব্যক্তি৷ আহত করেন একের পর এক যাত্রীকে৷
শনিবার সকাল ৮টা (স্থানীয় সময়, ভারতীয় সময়ের হিসাবে দুপুর সাডে় ১২টা) নাগাদ যখন সবে পর্যটকেদের ভিড় জমতে শুরু করেছে প্যারিসের গেয়ার দে লিয়ন স্টেশনে, ঠিক সেই সময়েই ঘটে ঘটনাটি৷ হাতে ধারালো ছুরি নিয়ে ছুটে আসা এক ব্যক্তিকে দেখা যায় হাতের সামনে যাকে পাচ্ছেন তাঁর শরীরেই বসিয়ে দিচ্ছেন ছুরির কোপ৷ এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন৷ তবে পুলিশ কিছু ক্ষণের মধ্যেই ওই হামলাকারীকে গ্রেফতার করে৷ আপাতত তিনি কোন দেশের নাগরিক, তা জানা যায়নি৷
প্যারিসের যে স্টেশনে হামলা চালানো হয়েছে, সেটি প্যারিসের মূল পর্যটন ক্ষেত্রের অংশে পডে়৷ প্যারিস থেকে সুইৎজ়ারল্যান্ড অথবা ইতালি যেতে চাইলে এই গেয়ার দে লিয়ন স্টেশন থেকেই ট্রেন ধরতে হয়৷ এর পাশাপাশি লোকাল ট্রেনও চলাচল করে এই স্টেশনে৷ শনিবার ছুটির দিন হওয়ায় প্ল্যাটফর্মে পর্যটকদের সংখ্যা ছিল বেশি৷
প্যারিসে এর আগে এমন ছুরি হাতে হামলার ঘটনা ঘটেছে ডিসেম্বরেই৷ ২৬ বছর বয়সি এক ফরাসি-ইরানিয়ান বংশোদ্ভূত যুবক ছুরি হামলা চালিয়েছিলেন প্যারিসের রাস্তায়৷ ঘটনার সময় মুখে ‘আল্লাহ আকবর’ বলতে শোনা গিয়েছিল তাঁকে৷ তার একবছর আগে ২০২২ সালের ডিসেম্বরেও প্যারিসের রাস্তায় হামলা চালিয়েছিলেন এক বন্দুকবাজ৷ তাঁর সঙ্গেও ইসলামিক স্টেটের যোগ ছিল৷ শনিবারের ঘটনায় অবশ্য হামলাকারীকে কোনও ইসলামপন্থী ধ্বনি বা স্লোগান উচ্চারণ করতে শোনা যায়নি৷ যানা জায়নি তাঁর দেশের নাম৷ পুলিশকে শুধু ইতালিতে গাডি় চালানোর অনুমতি পত্র দেখিয়েছেন হামলাকারী৷