• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নুহতে সিআইএ আধিকারিকদের উপর হামলা

অভিযুক্তকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ

হরিয়ানার নুহ জেলায় সিআইএ আধিকারিকদের উপর হামলার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশের বিশেষ অভিযানে ধৃতকে আটক করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক গোপন অভিযানে নুহে পৌঁছেছিলেন সিআইএ-র আধিকারিকরা। সেই সময় তাঁদের উপর আচমকা হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় বেশ কয়েকজন আধিকারিক আহত হন। তদন্ত নেমে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে। ধৃতকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময়ই আচমকা গুলি ও পাথর ছোঁড়া শুরু হয়। এতে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে দ্রুত পদক্ষেপ করে  পরিস্থিতি সামাল দেন পুলিশকর্মীরা।

Advertisement