• facebook
  • twitter
Monday, 8 December, 2025

মঙ্গলবার সকালে খালেদার জন্য ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুল্যান্স

‘বন্ধু’ দেশ হওয়ায় কাতার জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে বলে জানা গিয়েছে

দীর্ঘ টালবাহানার পর অবশেষে এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছচ্ছে ঢাকায়। বিএনপি নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্যই মঙ্গলবার সকালে ঢাকা বিমানবন্দরে এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করবে বলে খবর। তবে ওই অ্যাম্বুল্যান্স ঢাকায় এলেও তাতে বিএনপি নেত্রী লন্ডনে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তবেই তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ ঢাকায় এয়ার অ্যাম্বুল্যান্সটি অবতরণ করবে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যকরী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সোমবার সকালে এই খবরটি জানিয়েছেন। তাঁর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার সকালে এসে রাত ৯টায় ঢাকা থেকে উড়ে যেতে পারবে অ্যাম্বুল্যান্সটি। সূত্রের খবর অনুযায়ী, এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানির বিমানসংস্থা এফএআই গোষ্ঠীর।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, খালেদা এখনও সঙ্কটমুক্ত নন। দীর্ঘ বিমানযাত্রার ধকল তিনি নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে চিকিৎসকদের মধ্যে। শনিবারই খালেদার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার উপরেই তাঁর বাইরে যাওয়া নির্ভর করছে। একটি সূত্র দাবি করেছে, রবিবার রাত পর্যন্ত খালেদার শারীরিক অবস্থার নতুন করে কোনও উন্নতি বা অবনতি হয়নি।

Advertisement

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স করে লন্ডনে যাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্সটি শনিবার ঢাকায় আসার কথা ছিল। রবিবার নেত্রীকে নিয়ে লন্ডনে যাওয়ার কথা। তবে শুক্রবার রাতে খবর আসে, অ্যাম্বুল্যান্সের আসার তারিখ পিছিয়ে গিয়েছে। কাতারের এয়ার অ্যাম্বুল্যান্সে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়। ‘বন্ধু’ দেশ হওয়ায় কাতার জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে বলে জানা গিয়েছে।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে খালেদাকে ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। আগে থেকেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা ছিল বিএনপি নেত্রী খালেদা জিয়ার। ধরা পড়ে হৃদ্‌যন্ত্রের সংক্রমণও। তাঁকে বিদেশযাত্রার উপযোগী রাখতে মরিয়া চেষ্টা করছেন চিকিৎসকেরা। দেশি-বিদেশি বিশেষজ্ঞেরা খালেদার চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

Advertisement