• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

শাওনের পর সোহানা, আটক আরেক অভিনেত্রী

শাওনকে গ্রেপ্তার করা হবে কিনা তা জানতে চাইলে তিনি জানান, ‘এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।’

ফাইল চিত্র

বাংলাদেশের বর্তমান অস্থিরতার মধ্যেই ফের আটক করা হল আর এক অভিনেত্রীকে। বৃহস্পতিবারই ধানমন্ডি থেকে আটক করা হয় সাহিত্যিক ও পরিচালক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। তাঁকে আটক করার কিছু সময়ের মধ্যেই ঢাকা থেকে আর এক অভিনেত্রী সোহানা সাবাকে আটক করল বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা।

ঢাকায় শেখ মুজিবের বাসভবন ভাঙচুরের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই শাওনকে আটক করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে সংবাদসংস্থাকে টেলিফোনে তিনি বলেন, ‘কিছু তথ্য পাওয়ার পর আমরা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।’ শাওনকে গ্রেপ্তার করা হবে কিনা তা জানতে চাইলে তিনি জানান, ‘এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।’

নামী অভিনেত্রী, পরিচালক, নৃত্যশিল্পী এবং প্লেব্যাক গায়িকা শাওন। প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি সমাজ মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আসছেন। গত ৩ দিন আগেও শেখ হাসিনার সমর্থনে পোস্ট করেছেন অভিনেত্রী। জামালপুরে তাঁর গ্রামের বাড়িতে হামলা চালানো ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

শাওনকে আটকের কিছু সময় পরে রাতেই আর এক অভিনেত্রী সোহানা সাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রেপলিটন পুলিশের উপ-কমিশনার(গণমাধ্যম) তালেবুর রহমান। তাঁকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে দুটি প্রথম সারির সংবাদমাধ্যম। কেন বা কোথা থেকে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সোহানাকে আটক করার কারণ হিসাবে জানা যাচ্ছে তিনি নাকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সদস্য।