দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। বিমানটিতে দু’জন পাইটল এবং একজন কৃষিবিজ্ঞানী ছিলেন। পেস্ট কন্ট্রোলের কাজ করছিল বিমানটি। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকো সরকার।
মেক্সিকো এবং পার্শ্ববর্তী প্রদেশগুলিতে বহুদিন ধরেই ‘স্ক্রুওয়ার্ম’ নামে এক ধরণের পরজীবী মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। এই মাছি মূলত গবাদি পশুর শরীরে বাসা বাঁধে এবং রক্ত শোষণ করে। এই মাছির উপদ্রবের জেরে সম্প্রতি মেক্সিকো থেকে গবাদি পশু আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপরই নড়েচড়ে বসে মেক্সিকো সরকার।
আমেরিকার চাপেই সম্প্রতি ‘স্ক্রুওয়ার্ম’ দমন অভিযান শুরু করেছে মেক্সিকো। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ তাপাচুলা বিমানবন্দর থেকে বিমানটি রওনা দিয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা সফরের পর চিয়াপাস রাজ্যের পাভেনকুলের কাছে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পেস্ট কন্ট্রোল বিমানটি ঠিক কী কারণে ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।