• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার

হামলার জেরে ৩ আফগান ক্রিকেটার ছাড়াও বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মোট আট জনের মৃত্যু হয়েছে বলে খবর।

পাকিস্তানের হামলায় প্রাণ হারালেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, এই ক্রিকেটাররা পূর্ব পাকটিকা প্রদেশের উরগান থেকে শরণার দিকে যাচ্ছিলেন। সেই সময় ওখানে হামলা চালায় পাকিস্তান। হামলার জেরে ৩ আফগান ক্রিকেটার ছাড়াও বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মোট আট জনের মৃত্যু হয়েছে বলে খবর।

পাক হামলায় নিহত তিন ক্রিকেটারের নাম এবং ছবি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিহতেরা হলেন কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। বোর্ড জানিয়েছে, ‘আফগানিস্তানের ক্রীড়াজগতে এটা অপূরণীয় ক্ষতি। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানের, তাতে যোগ দেবে না আমাদের দল।’

Advertisement

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। তালিবানশাসিত আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্তে হামলার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। পাল্টা কাবুলের দাবি, পাক সেনাবাহিনী বিনা প্ররোচনায় তাদের মাটিতে হামলা চালিয়েছে।

Advertisement

Advertisement