• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নিউ ইর্য়কে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভারতীয় পড়ুয়ার

১০ মে পেনসিলভিনিয়ায় তাঁদের গাড়ি একটি গাছে সজোরে ধাক্কা মারে। এর জেরেই মৃত্যু হয় দু'জনের। এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

নিউ ইর্য়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভারতীয় পড়ুয়ার। তাঁদের নাম – মানব প্যাটেল এবং সৌরভ প্রভাকর। ১০ মে পেনসিলভেনিয়ায় তাঁদের গাড়ি একটি গাছে সজোরে ধাক্কা মারে। এর জেরেই মৃত্যু হয় দু’জনের। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুই পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাকর ও মানব ওই গাড়িতে করে যাচ্ছিলেন। আরও একজন ছিলেন সেই গাড়িতে আচমকাই তাঁদের গাড়িটি গাছে ধাক্কা মারে ও সেতুর উপরেই আটকে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রভাকর ও মানবকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়ির সামনের সিটে থাকা যাত্রী। ল্যাঙ্কাস্টার কাউন্টি অফিস এবং পেনসিলভানিয়া রাজ্য পুলিশ রিপোর্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রভাকর গাড়িটি চালাচ্ছিলেন। গুরুতর আঘাতের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

Advertisement

মৃত দুই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। মানব প্যাটেল এবং সৌরভ প্রভাকরের দেহ দেশে ফেরাতে যথাসম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা। এক্স পোস্টে ভারতীয় দূতাবাস লিখেছে, ‘ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটির দুই ভারতীয় ছাত্র, মানব প্যাটেল এবং সৌরভ প্রভাকরের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই খবর অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমাদের সমবেদনা এবং প্রার্থনা তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে। দূতাবাসের তরফে তাঁদের পরিবা

Advertisement

Advertisement