• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

৬৩ ঘন্টাতেই খেল খতম

৬৩ ঘন্টার মধ্যেই ইয়াসের খেল খতম।বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ইয়াস ওড়িশায় ভূমিষ্ঠ হয়ে ৬৩ ঘন্টার মধ্যেই মারা গেল।সােমবার সকাল ৮.৩০ মিনিটে ইয়াস জন্ম নিয়েছিল।

সাগরে জলবন্দি কপিল মুনির আশ্রম (ছবিঃএসএনএস)

৬৩ ঘন্টার মধ্যেই ইয়াসের খেল খতম। বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ইয়াস ওড়িশায় ভূমিষ্ঠ হয়ে ৬৩ ঘন্টার মধ্যেই মারা গেল। সােমবার সকাল ৮.৩০ মিনিটে ইয়াস জন্ম নিয়েছিল।

কিন্তু, ৬৩ ঘন্টার মধ্যেই থমকে তার জীবনচক্র। বুধবার রাত ১১.৩০ টায় শক্তি হারিয়ে মৃত্যুর মুখে ইয়াস। মৌসম ভবন বলছে, বুধবার রাতেই ঘূর্ণিঝড় ইয়াস ফের অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মৃত্যুর দিকে এগােবে।

Advertisement

বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের কাছে যে নিম্নচাপ দানা বেঁধেছিল তা ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছিল সােমবার সকালে। বুধবার সকাল ৯ টা নাগাদ আছড়ে পড়ে ওড়িশার বালেশ্বরের ধামারে। তারপর অতিশক্তিশালী ঘূর্ণিঝড় আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলে। বুধবার রাতের মধ্যেই ইয়াসের মৃত্যু হয়।

Advertisement

Advertisement