কলকাতার তামপাত্রা ফের নিম্নগামী। সোমবার দু’ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে ফের হাড়কাঁপানো ঠান্ডা পড়বে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। এর আগে রবিবারই শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৯। এক রাতে দুই ডিগ্রিরও বেশি নেমেছে পারদ।
পরপর দু’দিন ধরে দেখা নেই রোদের। সঙ্গে জোরাল হাওয়ার দাপট। সোমবার দিনের তাপমাত্রা ১৯.২ ডিগ্রির বেশি ওঠেনি। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ছ’ডিগ্রি (৫.৯ ডিগ্রি) কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারও দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হবে। শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।
Advertisement
কুয়াশার কারণে জেলায় জেলায় দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর জানিয়েছে, দার্জিলিঙে হালকা বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে তুষারপাত হতে পারে। এ ছাড়া, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পঙে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা দিনের অধিকাংশ সময়েই থাকতে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।
Advertisement
আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই-চার ডিগ্রি নীচে থাকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে উত্তরে। তার পরের চার দিন রাতের তাপমাত্রা একইরকম থাকবে।
Advertisement



