• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ইয়াসের সম্ভাব্য গতিপথ

রবিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সােমবার গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

ইয়াসের সম্ভাব্য গতিপথ (Photo:SNS)

রবিবার

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

Advertisement

সােমবার

Advertisement

গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সন্ধ্যায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়াে হাওয়া বইবে। গতি বাড়িয়ে হতে পারে ৬০ কিমি প্রতি ঘন্টায়।

মঙ্গলবার

আরও শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী হবে ঝড়। এরপর এই ঝড় এগােবে উত্তর, উত্তর পশ্চিম দিকে। প্রথমে উপকূলীয় জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। সন্ধ্যার পর দক্ষিণ বঙ্গের বাকি জেলাতেও বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৫০-৬০ কিমি।

বুধবার

পশ্চিমবঙ্গ ও ওড়িশার স্থলভাগের কাছে সকালে এই ঝড় পৌছাবে। তারপর সন্ধ্যায় এই ঝড় অতি শক্তিশালী হয়ে ওড়িশা, পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মধ্যে আছড়ে পড়বে। এরপর যত সুল ভাগের দিকে এই ঝড় এগােবে তত বৃষ্টিও বাড়বে।

সকাল থেকে ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝড়াে হাওয়া বইবে। সেই সঙ্গে হবে ভারি থেকে অতি ভারি বৃষ্টি। সর্বোচ্চ ১৫৫ থেকে ১৬৫ কিমি বেগে এই ঝড় হওয়ার সম্ভাবনা।

Advertisement