• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

টিটিতে অঙ্কুর ও অন্বেষার দ্বিমুকুট

নিজস্ব প্রতিনিধি— দক্ষিণ ২৪ পরগনা জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় গৌরী রানি সেন ও শ্যামলী সেন স্মৃতি টেবল টেনিস প্রতিযোগিতায় দ্বিমুকুট হলেন হাওড়ার অঙ্কুর ভট্টাচার্য ও দক্ষিণ ২৪ পরগনার অন্বেষা দাস৷ হরিনাভি স্পোর্টিং ক্লাবের অডিটোরিয়ামে এবারের এই প্রতিযোগিতায় ৪০০-রও বেশি খেলোয়াড় অংশ নিয়েছিলেন৷ পুরুষ বিভাগে ৩-০ গেমে জয় পেয়েছেন হাওড়ার অঙ্কুর ভট্টাচার্য৷ হারিয়ে দিয়েছেন হুগলির

নিজস্ব প্রতিনিধি— দক্ষিণ ২৪ পরগনা জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় গৌরী রানি সেন ও শ্যামলী সেন স্মৃতি টেবল টেনিস প্রতিযোগিতায় দ্বিমুকুট হলেন হাওড়ার অঙ্কুর ভট্টাচার্য ও দক্ষিণ ২৪ পরগনার অন্বেষা দাস৷ হরিনাভি স্পোর্টিং ক্লাবের অডিটোরিয়ামে এবারের এই প্রতিযোগিতায় ৪০০-রও বেশি খেলোয়াড় অংশ নিয়েছিলেন৷ পুরুষ বিভাগে ৩-০ গেমে জয় পেয়েছেন হাওড়ার অঙ্কুর ভট্টাচার্য৷ হারিয়ে দিয়েছেন হুগলির বিমান পাত্রকে৷ মহিলা বিভাগে সুরঙ্গা চৌধুরী ৩-০ গেমে চূড়ান্ত পর্বের খেলায় জয় পেয়েছেন অঙ্কিতা আইচের বিরুদ্ধে৷ ১৯ বছর বয়সী বালক বিভাগে অঙ্কুর ভট্টাচার্য জয় পেয়েছেন অভ্রনীল সেনগুপ্তের বিরুদ্ধে ৩-০ গেমে৷ ১৯ বছর বয়সী বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন অঙ্কিতা আইচ৷ অঙ্কিতা ৩-১ গেমে হারিয়ে দিয়েছেন ঋষিতা জানাকে৷ ১৭ বছর বয়সী বালক বিভাগে সেরা হয়েছে অন্তরীপ বিশ্বাস৷ সে হারিয়ে দিয়েছে সাগ্নিক চৌধুরীকে ৩-১ গেমে৷ বালিকা বিভাগে অন্বেষা দাস জয় পেয়েছে ৩-০ গেমের ব্যবধানে তৃষা নস্করকে হারিয়ে৷ ১৫ বছয় বয়সী বালক বিভাগে শ্রীজিত ঘোষ চ্যাম্পিয়ন হয় ৩-০ গেমের ব্যবধানে সোমদেব সেনগুপ্তকে হারিয়ে৷ বালিকা বিভাগে অন্বেষা দাস ৩-০ গেমে পরাস্ত করে বিথীকা দত্তকে৷ ১৩ বছর বয়সী বালক বিভাগে হিমন কুমার মণ্ডল ৩-১ গেমে জয় পায় প্রাঞ্জল রায়ের বিপক্ষে৷ বাকিলা বিভাগে ইশিকা ভট্টাচার্য সেরা খেতাব তুলে নিয়েছে ৩-০ গেমের ব্যবধানে আলিজা হোসেনকে হারিয়ে৷ ১১ বছর বয়সী বালক বিভাগে সোহম অধিকারী ২-১ গেমে পরাস্ত করে শুভম অধিকারীকে৷ বালিকা বিভাগে রেবান্না আরি ২-১ গেমে স্নেহা দাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও দেবাশিস চক্রবর্তী৷