• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিএলটি টেবল টেনিস

১৫ বছর বয়সী বালক বিভাগে আহর্ষি তরফদার ১১-৫ ও ১১-৭ পয়েন্টে মৈনাক চক্রবর্তীকে হারিয়ে খেতাব জেতে। বালিকা বিভাগে দীপ্তি দাস ১১-৭ ও ১১-৭ পয়েন্টে অলঙ্কৃতা পালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

নিজস্ব চিত্র

সিএলটি টেবল টেনিস প্রতিযোগিতায় ছোট ছোট খেলোয়াড়রা ফাইনালে সবার নজর কেড়ে নিয়েছে। ৯ বছর বয়সী বালক বিভাগে পার্থিব দাস ১১-৭ ও ১১-৯ পয়েন্টে অর্ক মহন্তকে হারিয়ে খেতাব জিতে নেয়। বালিকা বিভাগে সেরা হয়েছে আরিত্রি পাল ১১-৬ ও ১১-৭ পয়েন্টে শ্রীহা দত্তকে পরাস্ত করে।

১১ বছর বয়সী বালিকা বিভাগে শ্রেয়া চট্টোপাধ্যায় সেরা হয় অর্ণা নন্দীকে ১১-৪ ও ১১-৭ পয়েন্টে হারিয়ে। বালক বিভাগে আবীর ঘোষ ১২-১০ ও ১১-৭ পয়েন্টে শিবায় রায়কে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়। ১৩ বছর বয়সী বালক বিভাগে আহর্ষি তরফদার ১১-৭ ও ১১-১ পয়েন্টে রুপম ঘোষকে পিছনে ফেলে শীর্ষ স্থান পেয়েছে। বালিকা বিভাগে দীপ্তি দাস ফাইনালে জয় পায় আকৃতি প্রসাদকে ১১-৪ ও ১১-৯ পয়েন্টে হারিয়ে। ১৫ বছর বয়সী বালক বিভাগে আহর্ষি তরফদার ১১-৫ ও ১১-৭ পয়েন্টে মৈনাক চক্রবর্তীকে হারিয়ে খেতাব জেতে। বালিকা বিভাগে দীপ্তি দাস ১১-৭ ও ১১-৭ পয়েন্টে অলঙ্কৃতা পালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মন্টেসরি বিভাগে রিয়াংশি গোস্বামী সেরা হয় ঋদ্ধিমা দাসগুপ্তকে হারিয়ে।

Advertisement

Advertisement

Advertisement