• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অনুষ্ঠিত হল বিশেষ চাহিদাসম্পন্নদের টেবিল টেনিস প্রতিযোগিতা

পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন ও সাংবাদিক অনিলাভ চ্যাটার্জি।

সিএলটি ও স্পেশাল অলিম্পিক ভারত পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে সিএলটি’র অডিটোরিয়ামে টেবলটেনিস প্রতিযোগিতা হয়ে গেল। এই প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’-তে সঞ্চয়ন দেবনাথ ১১-১ ও ১১-৫ পয়েন্টে রিঘন রায়কে হারিয়ে সেরা হয়েছেন। গ্রুপ ‘বি’-তে হেনা আফসানা ১২-১০ ও ১২-১০ পয়েন্টে প্রিয়ঙ্ক যোশীকে পরাস্ত করে সেরা হন। গ্রুপ ‘সি’তে জাহিদ রহমান হারিয়ে দিয়েছেন সোহম সেনগুপ্তকে ১২-১০, ১২-১০ পয়েন্টে।

বিশেষ চাহিদাসম্পন্নদের এই টেবলটেনিস খেলায় দারুণ উৎসাহ দেখতে পাওয়া যায়। প্রতিযোগীরা চেষ্টা করেছে তারাও স্বাভাবিক খেলোয়াড়দের মতো খেলতে। তারাও যে পিছিয়ে নেই তা প্রমাণ করে দিয়েছে। পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেন ও সাংবাদিক অনিলাভ চ্যাটার্জি। এই প্রতিযোগিতার আয়োজনে বড় ভূমিকা নিয়েছিলেন রবি চ্যাটার্জি।

Advertisement

Advertisement

Advertisement