আরনিয়া সেক্টরে পাক ড্রোনকে নিশানা বিএসএফের

বিএসএফের মুখপাত্র বলেন, ‘আজ সকালে সাড়ে পাঁচটার সময় আরনিয়া সেক্টরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে, আকাশে লাল ও হলুদ আলাে মিটমিট করে জ্বলতে দেখা যায়।

Written by SNS Delhi | August 24, 2021 8:00 pm

প্রতীকী ছবি (Photo: AFP)

আরনিয়া সেক্টরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত। এলাকায় ড্রোনকে নিশানা করে গুলি করল বিএসএফ। বিএসএফের মুখপাত্র বলেন, ‘আজ সকালে সাড়ে পাঁচটার সময় আরনিয়া সেক্টরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে, আকাশে লাল ও হলুদ আলাে মিটমিট করে জ্বলতে দেখা যায়।

আমাদের বাহিনী তড়িঘড়ি ২৫ রাউন্ড গুলি চালায়। ড্রোনটি ফের খানিকটা উপরে উঠে পাকিস্তানের দিকে চলে যায়। পুলিশের সাহায্য নিয়ে তল্লাশি চালানাে হচ্ছে।

বিএসএফের ডিআইজি এসপিএস সাধু বলেন, “নিরাপত্তারক্ষীরা এলাকা ঘিরে তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছু খুঁজে পাওয়া যায়নি । ২০১৯ সাল থেকে ভারত-পাক সীমান্তে ৩৫০টির বেশি ড্রোন শণাক্ত করা গেছে। সম্প্রতি পাকিস্তান ভারতীয় বায়ুসেনার জম্মু বিমানবন্দরে ঘাঁটিতে হামলা চালিয়েছিল”।