কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ২০ বছরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ। একেবারে সিনেমার ঢঙে গ্রেপ্তার করা হয় ৩ অভিযুক্তকে। মঙ্গলবার ভোরে থুডিয়ালুরের কাছে ভেল্লাকিনারে তল্লাশি অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়।
অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নেমেছিল পুলিশ। আর পুলিশ খুঁজছে বুঝেই সজাগ হয়ে যায় অভিযুক্তরা। কর্মরত এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চম্পট দেওয়ার ছক কষেছিল তারা। কিন্তু তাতেও সুবিধা হল না। একেবারে অভিযুক্তদের পা লক্ষ্য করে গুলি ছুঁড়ে তাদের ঘায়েল করে পুলিশ। তারপর তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে, চলছে চিকিৎসা। এছাড়া দায়িত্বপ্রাপ্ত ওই পুলিশ কনস্টেবলও জখম হয়েছেন। তিনিও এই মুহূর্তে চিকিৎসাধীন।



