• facebook
  • twitter
Sunday, 27 July, 2025

স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

স্ত্রীকে খুন করে আট বছরের ছেলেকে নিয়ে পলাতক স্বামী। ঘটনা ঘটেছে পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ নগর এলাকায়।

প্রতীকী ছবি

স্ত্রীকে খুন করে আট বছরের ছেলেকে নিয়ে পলাতক স্বামী। ঘটনা ঘটেছে পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ নগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। কী কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতার নাম প্রিয়াঙ্কা নাথ। স্বামী সুকান্ত নাথ ও আট বছরের সন্তানকে নিয়ে গত কয়েক বছর ধরে তিনি আজাদ হিন্দ নগরের ওই বাড়িতে থাকতেন। শনিবার রাতে প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও তাঁর সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তাঁরা প্রিয়াঙ্কার বাড়িতে চলে আসেন। কিন্তু এসে দেখেন ঘরের দরজায় তালা দেওয়া রয়েছে। এরপর প্রতিবেশীদের ডেকে ভাঙা হয় তালা। ঘরে ঢুকে দেখা যায়, খাটের তলায় পড়ে রয়েছে প্রিয়াঙ্কার নিথর দেহ। তাঁর দুটি হাতের শিরা কাটা। ঘরে তাঁর স্বামী ও ছেলে নেই।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অনুমান, স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন সুকান্ত। ইতিমধ্যেই তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পরিবারের কোনও অশান্তি ছিল কি না তা আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন তদন্তকারীরা।

News Hub