• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মোবাইলের লোভে ভাইপোকে খুন

ভাইপোকে খুনের অভিযোগে তার কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়া এলাকায়।

ভাইপোকে খুনের অভিযোগে তার কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দাঁড়িয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, ভাইপোর মোবাইল ফোনটি হাতানোর জন্যই তাঁকে খুন করা হয়েছে। জেরায় ভাইপোকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত।

মৃতের নাম আনারুল ঢালি (১৪)। দুই মাস আগে আচমকা সে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় একটি জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, ভাইপোর মৃত্যুর আগে থেকেই তার কাকা আলমগীর ঢালির খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই কারণে তাঁর উপর সন্দেহ আরও গাঢ় হয় পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছিল, আনারুলের প্রতিবেশি হামিদা এই ঘটনায় জড়িয়ে থাকতে পারেন। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করে উল্লেখযোগ্য কোনও তথ্য পাননি তদন্তকারীরা। পরে জানা যায়, ঘটনার দিন মাছ ধরার নাম করে আনারুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন তাঁর কাকা আলমগীর। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না কিশোরের। পরে জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, ভাইপোকে কুপিয়ে খুন করে তাকে জলাশয়ে ফেলে পালিয়ে যান অভিযুক্ত। এই ঘটনায় পরিবারের সব সদস্যকে জেরা করা হলেও নিখোঁজ ছিলেন মৃতের কাকা। এরপর পুলিশ নিশ্চিত হয়, খুনের নেপথ্যে কাকার হাত রয়েছে।

Advertisement

পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগে আনারুলকে একটি মোবাইল কিনে দিয়েছিলেন তার বাবা। সেটি আলমগীরের খুব পছন্দ হয়। তারপর থেকে বিভিন্নভাবে মোবাইলটি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকেন তিনি। কিন্তু কিছুতেই ভাইপোর মোবাইলটি নিতে পারছিলেন না তিনি। শেষমেশ ওই যুবক তাঁর ভাইপোকে খুনের পরিকল্পনা করেন। গত কয়েকদিন ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে ক্যানিংয়ের দাঁড়িয়া এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়। পূুলিশ কিশোরের মোবাইল ফোনটিও উদ্ধার করেছে।

Advertisement

Advertisement