• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সরকারি আধিকারিক সেজে ৬২ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ১

সরকারি দপ্তরের আধিকারিক সেজে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।

সরকারি দপ্তরের আধিকারিক সেজে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, একটি ব্যাঙ্কের বিভিন্ন শাখা থেকে ছয়টি ঋণ নিয়েছিলেন অভিযুক্তরা। মোট ৬২ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে একটি ব্যাঙ্কের ছয়টি শাখা থেকে ভুয়ো পরিচয়পত্র, বেতনের ভুয়ো নথি দেখিয়ে ব্যক্তিগত ঋণ নেওয়া হয়েছে। অভিযুক্তেরা সকলেই নিজেদের বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক হিসেবে দাবি করেছিলেন। সেই দাবি প্রমাণ করতে চাকরি এবং বেতন সংক্রান্ত ভুয়ো নথি জমা দিয়েছিলেন তাঁরা। এ ভাবে মোট ৬২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মূলত বাঁকুড়া এবং বর্ধমানের কয়েকজন ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত। এর পরেই অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশি চলাকালীনই মঙ্গলবার রাতে বাঁকুড়ার সোনামুখী থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

ধৃতের নাম আকাশ ধীবর (২৮)। তদন্তাকারীরা জানতে পেরেছেন, আকাশ ঋণ নেওয়ার জন্য মোটা অঙ্কের টাকার বিনিমনে ভুয়ো নথিপত্র বানানোর কাজ করতেন। সেই মতো ব্যাঙ্কে প্রতারণা ঘটনায় অভিযুক্তদেরও নথিপত্র বানিয়ে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, প্রতারণা করে হাতানো ৬২ লক্ষ টাকার মধ্যে ২১ লক্ষ টাকা তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।

Advertisement

Advertisement