• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান দীনেশ কুমার খারা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খারা। এতদিন এই পদে ছিলেন রজনীশ কুমার। তাঁর অবসরের কারণে নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস বিল্ডিং। (File Photo: iStock)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খারা। এতদিন এই পদে ছিলেন রজনীশ কুমার। তাঁর অবসরের কারণে নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব সামলাবেন।

সেই সঙ্গে এসবিআইয়ের নতুন দুই ম্যানেজিং ডিরেক্টর হলেন স্বামীনাথান জানকিরমন এবং অশ্বিনীকুমার তেওয়ারি।

Advertisement

এর আগে দীনেশ কুমার খারা ছিলেন ম্যানেজিং ডিরেক্টর। অরিজিৎ বসু ছিলেন আরও একজন ডিরেক্টর। অরিজিৎবাবু ও অবসর নিলেন।

Advertisement

দীনেশ কুমার চেয়ারম্যান হয়ে যাওয়ায় ম্যানেজিং ডিরেক্টরের দুটি পদ শূন্য হয়ে যায়। সেকারণে দুই ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরকে ম্যানেজিং ডিরেক্টর করা হল। গত সােমবার ব্যাঙ্কস বাের্ড ব্যুরাে ১৬ জনের ইন্টারভিউ নেয়।

Advertisement