Tag: robbers

দিল্লির দুই ক্যারাটে খেলোয়াড় ডাকাত বর্তমানে দিল্লি পুলিশের জালে

দিল্লি,১ মার্চ — দিল্লির শুনশান রাস্তায় ডাকাতির চেষ্টা করলো দুই ক্যারাটে খেলোয়াড় । অভিযুক্তদের নাম কুণাল বটস ও জেস ভরদ্বাজ। জাতীয় স্তরের দুই ক্যারাটে তারকাকে মঙ্গলবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর , গত ২১ ফেব্রুয়ারি দিল্লির নির্জন রাস্তায় সুযোগ বুঝে ওই দুই ক্যারাটে খেলোয়াড় ডাকাতির চেষ্টা করে। তারা গাড়িটিকে চিন্তায় করবার পরিকল্পনায় গাড়িটিকে আটকে রাখতে চায়।… ...