দিল্লি,১ মার্চ — দিল্লির শুনশান রাস্তায় ডাকাতির চেষ্টা করলো দুই ক্যারাটে খেলোয়াড় । অভিযুক্তদের নাম কুণাল বটস ও জেস ভরদ্বাজ। জাতীয় স্তরের দুই ক্যারাটে তারকাকে মঙ্গলবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর , গত ২১ ফেব্রুয়ারি দিল্লির নির্জন রাস্তায় সুযোগ বুঝে ওই দুই ক্যারাটে খেলোয়াড় ডাকাতির চেষ্টা করে। তারা গাড়িটিকে চিন্তায় করবার পরিকল্পনায় গাড়িটিকে আটকে রাখতে চায়। কিন্তু সেইসময় রাস্তায় মানুষের আগমন দেখে চম্পট দেয়।এই নিয়ে স্থানীয় থানায় ডায়েরি করলে তাদের তল্লাশিতে খোঁজ চালায় পুলিশ।শেষে একটি গাড়ির নম্বর প্লেট থেকে তাদের খোঁজ পাওয়া সম্ভব হয় এবং মঙ্গলবার তাদের ধরা হয়েছে।
আরো জানা গিয়েছে যে এটি তাদের প্রথবার ডাকাতির চেষ্টা নয়।এর আগে বহুবার তারা দিল্লিতে গাড়ি চুরি ওডাকাতি করেছে। তাদের থেকে মোট ১২ হাজার টাকা উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে একটি দামি মোবাইল ফোনও।
Advertisement
Advertisement



