Tag: Refunds

ই ডি-কে অর্থ ফেরত শুরু, সোমা এবং বনি ফেরালেন ৯৯ লক্ষ টাকা 

কলকাতা, ১৭ মার্চ — নিয়োগ দুর্নীতির অর্থ ফেরত দিলেন দুজন। ধৃত কুন্তল সেনগুপ্তর কাছ থেকে এই দুজন টাকা নিয়েছিলেন। বনি সেনগুপ্ত এবং সোমা চক্রবর্তী। বনি ফেরত দিয়েছেন ৪৪ লক্ষ এবং সোমা ফেরত দিলেন ৫৫ লক্ষ টাকা। ই ডি  সূত্রে জানা গিয়েছে, ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়েছেন সোমা। ওই টাকা কুন্তলের থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি।… ...