Tag: mayurakshi

মদ্যপ অবস্থায় ময়ূরাক্ষী নদীতে নেমে মৃত্যু হল ২ জনের 

বীরভূম, ২৯ আগস্ট —ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।সেখানে ৫ বন্ধু মিলে  পিকনিকে গিয়েছিলেন । নদীর ধারে বসে চলছিল  মদ্যপান  কিন্তু সেটাই বিপদ ডেকে আনল। মদ্যপ অবস্থায় নদীতে নামতে গিয়ে মাশুল  গুনতে হল জীবন দিয়ে। ময়ূরাক্ষী নদীতে নেমে মৃত্যু হল ২ জনের ।মৃতদের নাম শুভেন্দু হাজরা ও শুভম দাস। স্থানীয়রা জানিয়েছেন নদীর ধারে বসে মদ্যপান করেন ওই… ...