• facebook
  • twitter
Friday, 19 December, 2025

রোহিতের পছন্দের তালিকায় পয়লা নম্বর উইকেট রক্ষক বাংলার ঋদ্ধিমান

‘ভারতে বল প্রচণ্ড ঘোরে এবং নিচু হয়ে আসে। এই পিচে কিপিং করা এবং সারাক্ষণ মনোযোগ ধরে রাখা খুব কঠিন। রবীন্দ্র জাদেজা দ্রুত গতিতে বল করে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার পছন্দের তালিকায় পয়লা নম্বর উইকেট রক্ষক হিসেবে বাংলার ঋদ্ধিমান সাহাকে রাখলেন। ক্রিকেট জীবনে উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্থের সঙ্গে বেশির ভাগ সময়টা খেলেছেন। তবুও ধোনি ও ঋষভকে পছন্দের তালিকায় না রেখে ঋদ্ধিমানের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ পেল। রোহিতের মতে, নিখুঁত উইকেট কিপিং হিসেবে অবশ্যই ঋদ্ধিমানকে রাখা উচিত বলে মনে করেছেন। রোহিতের মতে কোনও ভাবেই উইকেটরক্ষক হিসেবে ঋদ্ধিমান সাহাকে ছোট করে দেখার কোনও জায়গা নেই। নিঃসন্দেহে তিনি অনেকের থেকে এগিয়ে রয়েছেন।

কেন ঋদ্ধিমান বাকিদের থেকে এগিয়ে সেটাও ব্যাখ্যা করেছেন রোহিত। তাঁর কথায়, ‘ভারতে বল প্রচণ্ড ঘোরে এবং নিচু হয়ে আসে। এই পিচে কিপিং করা এবং সারাক্ষণ মনোযোগ ধরে রাখা খুব কঠিন। রবীন্দ্র জাদেজা দ্রুত গতিতে বল করে। রবিচন্দ্রন অশ্বিন প্রচণ্ড প্রতিভাবান। ক্যারম বল করতে পারে। ও নিজেও অনেক সময় জানে না কেমন বল হতে চলেছে। ঋদ্ধিমান সব বল অনায়াসে ধরে নিত উইকেটের পিছন থেকে। ঋদ্ধিমান কখনওই ভয় বলে শব্দটাকে মনের মধ্যে গেঁথে রাখতেন না। যার ফলে কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁর সহজাত খেলা সবার মন কেড়ে নিয়েছে। পাশাপাশি এটাও বলতে হবে, বিপক্ষ দলের ব্যাটসম্যানরা ঋদ্ধিমানকে দেখলে কিছুটা চাপের মধ্যে থাকেন। যার ফলে ওই সব ব্যাটসম্যানরা বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। আর সেই ক্যাচ ধরতে ঋদ্ধিমান ওস্তাদিপনা দেখাতে পারতেন।

Advertisement

Advertisement

Advertisement