• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইডেনে জীবনের শেষ ম্যাচ খেলার আগেই সম্বর্ধনায় আপ্লুত ঋদ্ধিমান

টেস্টে ৯২টি ক্যাচ ধরেছেন ঋদ্ধি

নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিনিধি— একটা সময় সিএবি’র শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা ত্রিপুরায়। টানা দুটো বছর ত্রিপুরায় খেলেন ঋদ্ধিমান। দীর্ঘদিন বাংলা দলের হয়ে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে এবং নজরও কেড়েছেন। ত্রিপুরায় থাকা কালীন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি যোগাযোগ করেছিলেন ত্রিপুরাতে ঋদ্ধিমান সাহার সঙ্গে। সৌরভের অনুরোধে তিনি আবার বাংলায় ফিরে আসেন। ফিরে আসার পরেই ঋদ্ধিমান বলেছিলেন বাংলার মাটিতেই আমার ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি খেলব। বাংলার ক্রিকেটপ্রেমীরা আমাকে সাহস যেমন দিয়েছে তেমনি আবার আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। তাই বাংলার ক্রিকেটপ্রেমীদের কিভাবে ভুলে থাকতে পারি। সেই কারণেই ক্রিকেট জীবনের শেষ ম্যাচটি খেলবার জন্য ইডেনকেই বেছে নিয়েছেন ঋদ্ধিমান সাহা। বাংলার হয়ে তাই শেষ ম্যাচটি খেলছেন পাঞ্জাবের বিরুদ্ধে। ঘরের মাঠে জীবনের শেষ ম্যাচ তাই ঋদ্ধিমান সাহাকে সম্বর্ধনা দিল বাংলা ক্রিকেট সংস্থা।

বৃহস্পতিবার ইডেনে খেলা শুরু হবার আগে খেলা শুরু হওয়ার আগে ঋদ্ধিকে সংবর্ধনা দেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বাংলা দলের সব ক্রিকেটারের সই করা একটি জার্সি দেওয়া হয় ঋদ্ধিকে। ফুলের তোড়া, উত্তরীয় ও শাল তুলে দেওয়া হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। ঋদ্ধিমানকে নিয়ে দলের সব খেলোয়াড়রা বেশ আবেগ প্রবণ হয়ে যান। কিন্তু ঋদ্ধিমান খুব সহজেই আবেগের প্রতি ছোটেন না। তিনি মনে করেন আবেগ দিয়ে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই খেলার মধ্যে দিয়ে নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে। সেটাই হল আসল লক্ষ্য। সতীর্থ ক্রিকেটাররা যখন একের পর এক এগিয়ে এসে ঋদ্ধিমানকে বুকে জড়িয়ে নিচ্ছিলেন তখন অনেকেরই চোখ ছলছল করছিল। ২০০৭ সালে অভিষেকের পর এত বছর খেলা কম কৃতিত্বের নয় ঋদ্ধিমানের।

Advertisement

১৮ বছরের ক্রিকেট জীবনে ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ঋদ্ধি। করেছেন ৬৪২৩ রান। সর্বোচ্চ রান অপরাজিত ২০৩। প্রথম শ্রেণির ম্যাচে ৩১৩টি ক্যাচ নিয়েছেন তিনি। করেছেন ৩৭টি স্টাম্প। দীর্ঘ দিন বাংলার রঞ্জি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ঋদ্ধির। মাত্র ২০ বলে এই নজির গড়েছিলেন তিনি।

Advertisement

ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৯টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ১৩৫৩ রান ও এক দিনের ক্রিকেটে ৪১ রান করেছেন তিনি। টেস্টে ৯২টি ক্যাচ ধরেছেন ঋদ্ধি। করেছেন ১২টি স্ট্যাম্প। এক দিনের ক্রিকেটে ধরেছেন ১৭টি ক্যাচ। একটি স্ট্যাম্প করেছেন। উইকেটের পিছনে তাঁর দুর্দান্ত রিফ্লেক্সের জন্য ঋদ্ধিমানতে সমর্থক ও বিশেষজ্ঞেরা ‘সুপারম্যান’ বলেও ডাকতেন। ২০২১ সালের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। তবে অবসরের পরে কোচ হবার ইচ্ছে যে নেই তা কখনওই নিজের মুখ থেকে প্রকাশ করেনি ঋদ্ধিমান। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, সবার জীবনে একটা সময় আসবে মাঠ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। তাই ইডেনের মাঠে এই দিন টাকেই স্মরণীয় করে রাখতে চেয়েছি।

Advertisement