Tag: lash

মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ সিকিমের বিস্তীর্ন এলাকা, নিখোঁজ ২৩ জন সেনা আধিকারিক  

শিলিগুড়ি, ৪ অক্টোবর –  মেঘভাঙা প্রবল বৃষ্টির জেরে বিধ্বংসী আকার ধারণ করল তিস্তা নদী। তিস্তার তাণ্ডবে লণ্ডভন্ড বিস্তীর্ণ এলাকা। মেঘভাঙা বৃষ্টিতে সিকিমের লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান দেখা দেয়। এর ফলে ভেসে যায় উত্তর সিকিমের একাংশ। ভেসে যান ২৩ জন জওয়ান। তাঁদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, আরও ২৫… ...