দিল্লি, ৩০ মার্চ– ‘মোদি হঠাও দেশ বাঁচাও’-র পর এবার ‘শিক্ষিত প্রধানমন্ত্রী চাই’ পোস্টার পড়ল রাজধানীতে। এক সপ্তাহ আগেই দিল্লি জুড়ে ‘মোদি হঠাও’ পোস্টার দিয়ে প্রচার শুরু করে আম আদমি পার্টি । ১১টি ভাষায় ওই স্লোগান লেখা পোস্টার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় তারা। তবে সেই সময় আপের উত্তরে বিজেপিও পাল্টা পোস্টার যুদ্ধ শুরু করে। বৃহস্পতিবার… ...